সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নূরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গেছে। আরেক কর্মকর্তা জান্নাতুল নাঈমের পুড়েছে শরীরের ৪২ শতাংশ। তাদের অইসিইউতে নেওয়া হয়েছে। তবে ফায়ার ফাইটার জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কেবিনে পাঠানো হয়েছে। এ ঘটনায় দগ্ধ আলামিন হোসেন বাবু নামে এক দোকান কর্মচারির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন বিভাগে। তারও পুড়ে গেছে ৯৫ শতাংশ। এদিকে সন্ধ্যার পর জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।...