এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার কাছে গ্রুপ পর্বের ম্যাচ হেরে সুপার ফোরের আগেই বিদায়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। দোলাচল পেরিয়ে দিন সাতেক পর দলের গোটা চেহারা এখন ভিন্ন। এখন এশিয়া কাপের ফাইনাল মঞ্চে একটা দলের নাম বাংলাদেশ হতেই পারে। দুবাইয়ে দলের এক ক্রিকেটার বলেছেন, ‘আমাদের এখন হারানোর কিছু নেই। কেবল পাওয়ার আছে।’ দলের ভেতর নাকি এই বিশ্বাসই টনিকের মতন কাজ করছে। এই আবহ তৈরি হয় শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর। খাদের কিনার থেকে টাইগারদের সুপার ফোর নিশ্চিত হওয়ায় পুরো দলের শরীরী ভাষা বদলে দিয়েছে। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর গতকাল রোববার সারাদিনে টিম হোটেলেই বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। আমিরাতের গরমে খেলার ধকল সইতে রিকোভারির ব্যাপারটাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আপাতত টানা দুদিন পুরোপুরি বিশ্রামের সুযোগ। আজ...