একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি বানানো হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন। এতে রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন নারায়ণগঞ্জের জনপ্রিয় ব্যক্তিত্ব, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। সেই সঙ্গে তিনি বিএনপি নেতার কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে রিজভী বলেন, ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছে। অন্যদিকে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বানানো হচ্ছে। এ ছাড়া এক এগারোর মতো করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে অথবা তার আগে শিক্ষাগত যোগ্যতায়...