নোয়াখালীতে চেক প্রতারণা মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। রোববার তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহিম মৌলভী বাড়ির নুরুল হক চৌধুরীর ছেলে। জানা গেছে, ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন গা-ঢাকা দিয়েছিলেন। রোববার দুপুরের দিকে র্যাব-১১ তাকে গ্রেফতার করে। পরে রোববার রাতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-১১। বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯...