সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সব দাবি মেনে নিয়েছে স্কলার্স হোম কর্তৃপক্ষ। শিক্ষার্থী আজমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ। শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে ৫টি দাবি এবং ৬টি সংস্কার দিয়েছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এ তথ্য জানান। তিনি বলেন, হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব গৃহীত হয়েছে। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে শাহী ঈদগাহ ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এর আগের দিনও শিক্ষার্থীরা ৫ দফা দাবি ও ৬টি সংস্কার প্রস্তাব পেশ করেন। সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মাইকে ঘোষণা দেওয়া হয়- কর্তৃপক্ষ লিখিতভাবে সব দাবি মেনে নিয়েছে, ভাইস...