২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম বার্সেলোনার তরুন তুর্কি লামিন ইয়ামালকে টপকে এ বছরের ব্যালন ডি’অর হাতে নেবার মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার প্রহর গুণছেন পিএসজি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। এদিকে টানা তৃতীয়বারের মত নারীদের বিভাগে সেরার পুরস্কার জয় করতে পারেন এইতানা বোনমাতি। প্যারিসের থিয়েটার ডু শার্লেটে সোমবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ বছরের ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দীর্ঘ দিনের আধিপত্য খর্ব করে এই পুরস্কারের দাবীদার হয়ে উঠেছেন এখন বিশ্ব ফুটবলের নতুন তারকারা। মেসি-রোনালদো মিলে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত ১৩ বারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। গত বছর সেই ধারা ভঙ্গ করে স্পেনকে ইউরো ২০২৪ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি...