নিজেও খেলোয়াড় ছিলেন শাবি আলোন্সো, অনেকবারই ম্যাচের কোনো না কোনো পর্যায়ে তাকে তুলে নিয়েছিলেন কোচ। সেই অভিজ্ঞতা থেকে ভিনিসিউস জুনিয়রসহ অন্যদের অনুভূতি ভালো করেই বুঝতে পারেন তিনি। সে কারণেই ব্রাজিলিয়ান তারকাসহ কারও হতাশা প্রকাশকে বড় করে দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ। স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার কোচ হয়ে আসার পর রেয়ালের হয়ে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি ভিনিসিউস। এ নিয়ে কোচের প্রতি তার দৃশ্যমান হতাশা প্রকাশ শিরোনাম হয়েছে স্প্যানিশ গণমাধ্যমে। তবে সেগুলোকে মোটেও পাত্তা দিচ্ছেন না আলোন্সো। কার্লো আনচেলত্তির বিদায়ের পর সান্তিয়াগো বের্নাবেউয়ে কোচ হয়ে আসেন আলোন্সো। তার কোচিংয়ে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে রেয়াল। এর দুটিতে বদলি নামেন ভিনিসিউস, বাকি ১০টিতে ম্যাচের দ্বিতীয়ার্ধে উঠে যেতে হয় তাকে। রেয়ালের আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ভিনিসিউস। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড...