বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে পঞ্চম দিনের মতো সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। জেলা নির্বাচন অফিস ও ৯ উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন বিএনপি জামায়াতসহ সংগঠনটির সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এর আগে তারা সড়কে বিক্ষোভ মিছিল করেন। জেলার ৯টি উপজেলা নির্বাচন অফিসের সামনেও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি জামায়াতসহ সংগঠনটির সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ফলে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে পারেনি। আধবেলা বন্ধ থাকে জেলার সব নির্বাচন অফিসের দৈনন্দিন কর্মকাণ্ডসহ নাগরিক সেবা। এদিকে একই দাবি আদায়ে মঙ্গলবার জেলাব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও বুধ-বৃহস্পতিবার দুই দিন জেলা-উপজেলার ১০টি নির্বাচন...