বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে আবাসন সংকট নিরসনসহ ১৫ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ড থানাধীন বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় প্রশাসনিক ভবন ঘেরাও করে দাবি আদায়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে সড়ক অবরোধ, ঘেরাও, পরিবহণ ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- ফিটনেসবিহীন গাড়ি ও চালক পরিহার করা, ২৪ ঘণ্টা চিকিৎসা নিশ্চিত করা, অযৌক্তিক জরিমানা প্রত্যাহার, ল্যাব ও ক্লাশ সংকট নিরসনের দাবি উল্লেখযোগ্য। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছিল; কিন্তু গত ৮ মাসেও দাবি পূরণ না করায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এক নারী শিক্ষার্থী বলেন, ছাত্রদের...