ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে চারটি পশ্চিমা দেশ। রোববার পর্যায়ক্রমে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পর একই পথে হেঁটেছে পর্তুগাল। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক ও স্থায়ী অঙ্গ। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ন্যায্য ও টেকসই শান্তির একমাত্র পথ। এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। হামাস কোনওভাবেই গাজায় বা অন্য কোথাও নিয়ন্ত্রণ নিতে পারবে না এবং সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে।” চার দেশের এই পদক্ষেপের পর আরও ছয় দেশ সোমবার একই সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। এই দেশগুলো হলো: বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন। সোমবার জাতিসংঘের এক বিশেষ সম্মেলনে এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে। সম্মেলনটি আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ উপস্থিত থাকলেও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ...