আবারো সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আরো পড়ুন:ফটিকছড়িতে টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটকমহাখালীতে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ফটিকছড়িতে টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক জানা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে। দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দফায় সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান গণামাধ্যমকে বলেন, “ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। এটা আমরা পর্যালোচনা করছি, তারপর তাদের সাথে সভা...