বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক থেকে সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবাল বিভিন্ন উপায়ে ২৮৭ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এসব হিসাব থেকে অর্থ উত্তোলনে আগে থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর পক্ষ থেকে। বিভিন্ন ব্যাংকের সহায়তায় এই চেষ্টা শেষ পর্যন্ত রুখে দেওয়া হয়। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি তার দায়িত্বের মধ্যে পড়ে না। তবে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ ব্যাংক আগে মৌখিক নির্দেশ দিয়েছিল যাতে এসব হিসাব থেকে অর্থ উত্তোলনের সুবিধা বন্ধ রাখা যায়। ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা হয়েছিল, তবে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে তা রোধ করা গেছে। আমরা চেষ্টা করছি ব্যাংকটিকে নিয়মের মধ্যে রেখে পরিচালনা করার।”...