নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশের সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ার মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা। সারাদেশের মতো রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে চলছে দেবী বরণের জোর প্রস্তুতি। বিশেষ করে পুরান ঢাকার মণ্ডপগুলোতে দেখা মিলেছে ঐতিহ্যর সঙ্গে আধুনিকতার মিশেলে সংস্কৃতি, সামাজিকতা আর ইতিহাসের মিলনমেলার আয়োজন। সোমবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, নবাবপুর, সূত্রাপুর এলাকার মণ্ডপগুলো ঘুরে দেখা গেছে অধিকাংশ মণ্ডপেই চলছে সাজ-সজ্জার কাজ। তৈরি করা হচ্ছে সুসজ্জিত তোরণ। এছাড়া উৎসবের মাত্রা বাড়াতে করা হচ্ছে লাইটিং। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে প্যান্ডেল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটার কর্মীরা। আর প্রতিমা গড়ার কাজ শেষ করে রং-তুলির কাজ শুরু করার অপেক্ষায় প্রতিমা শিল্পীরা। সূত্রাপুরের বাসিন্দা মৌমিতা দেবী বলেন, ‘বছর ঘুরে আবারও মর্তে আসছেন দেবী দুর্গা। পুরান ঢাকার দুর্গাপূজা মানেই ঐতিহ্য। এখানকার...