ওয়ানডে বিশ্বকাপ খেলতে মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগের দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেল টাইগ্রেসদের ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে বেশ আক্ষেপের সুরেই অধিনায়ক নিগার সুলতানা বললেন, বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভাল হয়নি। আফসোসটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারা, ‘অবশ্যই বড় দলের সঙ্গে খেলতে পারলে ভালো হতো। আদর্শ প্রস্তুতি হয়তো হয়নি।’বাংলাদেশ দল অবশ্য অনুশীলন ক্যাম্পের ঘাটতিটা দূর করার চেষ্টা করেছে। এ ব্যাপারে নিগার বলেন, ‘বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটি আছে, সব কটি আমরা পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতগুলো ক্যাম্প করেছি, সব সুযোগ-সুবিধা পেয়েছি। যেটা হয়নি, সেটা নিয়ে চিন্তা করছি না। যেভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেয়েছি, আমার মনে হয় ক্রিকেটাররা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে।’বড় দলের বিপক্ষে সিরিজ খেলতে না পারা নিয়ে যদিও–বা আক্ষেপ...