যশোরে পেট্রল পাম্প দখলের অভিযোগ অস্বীকার করে পালটা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে আইনাল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘পেট্রল পাম্প আমারই, দখল করব কেন’। এর আগের দিন (রোববার) দখলের অভিযোগ এনে ‘পাম্পের মালিক পরিবারের সদস্যরা’ সংবাদ সম্মেলন করেন। তাদের দাবি ছিল, আনোয়ার হোসেন জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখল করার চেষ্টা করছেন; যা নিয়ে মামলা চলমান রয়েছে। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ১৯৯৯ সালে কবলা দলিল মূলে গোলাম কিবরিয়ার পেট্রল পাম্পের ১৭ শতক জমি ক্রয় করেন তিনি। এরপর থেকে তিন পাম্পটি পরিচালনা করে আসছেন। গোলাম কিবরিয়া ২০১২-১৩ সালে বিভিন্ন ব্যাংকে দায়গ্রস্ত হয়ে পড়লে ১ কোটি ২০ লাখ টাকা ধার নেন। ২০২২ সালের আগস্টের...