২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকা-ে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মীর দুজনের শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, টঙ্গীতে দগ্ধ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ। সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ হলে ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ মোট ৫ জন দগ্ধ হন। তারা হলেন-ফায়ার সার্ভিসকর্মী শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) ও দোকান কর্মচারী আল-আমিন হোসেন (২৮)। তিনি জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম...