ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কার ব্যালন ডি’অরের মঞ্চ বসবে রাতে। ফ্রান্সে সম্মাননাটির আসর বয়কট করলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আর লস ব্লাঙ্কোসদের কোচ জাভি আলোনসো বললেন এ অনুষ্ঠান আমার ব্যবসা না। পুরস্কারের দৌড়ে যে নামগুলো ঘুরছে, তাদের সংক্ষিপ্ত তালিকায় আছে মাদ্রিদের ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং ইংলিশ তারকা জুড বেলিংহামের নাম। রিয়ালের প্রতিনিধি হয়ে এমিলিও বুট্রাগুয়েনোর এবছরের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা ছিল, কিন্তু এখন সিদ্ধান্তটি নিয়ে আলোচনা প্রায় স্থগিত। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আনুষ্ঠানিক কোন প্রতিনিধিত্ব আপাতত থাকছে না। গতবছর রিয়াল মাদ্রিদ বর্ষসেরা কোচ এবং বর্ষসেরা ক্লাবের পুরস্কার গ্রহণ করেনি। ইউরোপীয় এবং ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এ ধরনের সিদ্ধান্ত কেবল পেরেজের থেকেই আসতে পারে। গণমাধ্যমগুলো জানাচ্ছে, রিয়াল মাদ্রিদ সভাপতি সন্দেহ করছেন যে, ইউরোপীয়...