পাবনার বেড়া উপজেলায় ঘাটের দখল নিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও বেশ কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সোমবার উপজেলার বৃশালিখা মহল্লা ও সওদাগর পাড়ার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি হাবিবুল ইসলাম। আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হুরাসাগর নদীর বৃশালিখা ঘাটটি আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করত। ৫ অগাস্টের পর বিএনপির একাংশের নেতার সঙ্গে নিয়ে ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখানে তারা। পরে স্থানীয় বিএনপি নেতা...