ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে শুক্রবার মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহামেডান। তিনদিন বিরতি দিয়ে দল দুটি মঙ্গলবার আবার মাঠে নামছে। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের প্রথম দিনেই ভিন্নভিন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের মাঠ কিংস অ্যারেনায় খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ফেডারেশন কাপ শুরু করবে তাদের ভেন্যু কুমিল্লায় পুলিশ এফসির বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বেলা পৌনে ৩টায়। ফেডারেশন কাপের দ্বিতীয় সর্বোচ্চ ১১বার শিরোপাজয়ী মোহামেডান গত আসরে ব্যর্থতার পরিচয় দিয়েছিল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে। এবার তাদের চোখ শিরোপা পুনরুদ্ধারে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে তারা হেরেছে কিংসের কাছে। ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনটা তারা জয় দিয়েই শুরু করতে চায়। ২০১৮ সালে শীর্ষ ফুটবলে...