প্যারিসের থিয়েটার দু শাতলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর—২০২৫ ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। বিশ্বের বড় সব ফুটবলাররা লড়বে সেরা খেলোয়াড়ের খেতাবের জন্য। অবশ্য এর মাঝেই ফাঁস হওয়া এক তথাকথিত তালিকা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় দেখা যায়, বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামাল শীর্ষে, দ্বিতীয় স্থানে পিএসজির উসমান দেম্বেলে। কিন্তু আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন দ্রুতই তা খারিজ করে জানায়, ‘শুধুমাত্র একজন মানুষই জানেন আসল ফলাফল, খেলোয়াড়রা নিজেরাও তা জানতে পারবেন পুরস্কার মঞ্চে।’ফাঁস হওয়া তথাকথিত তালিকা অনুযায়ীব্যালন ডি’অর আজ, জেনে নিন কখন- কীভাবে দেখবেনইয়ামাল ৮০৫ পয়েন্ট নিয়ে প্রথম,দেম্বেলে ৮০০ পয়েন্টে দ্বিতীয়,পিএসজির ভিটিনহা ৬৪৩ পয়েন্টে তৃতীয়,এরপরই বার্সার রাফিনিয়া,পঞ্চম লিভারপুলের মোহাম্মদ সালাহ,ষষ্ঠ নুনো মেন্ডেস (পিএসজি),সপ্তম পেদ্রি (বার্সেলোনা),অষ্টম দেজিরে দোয়ে (পিএসজি),নবম কিলিয়ান এমবাপ্পে (রিয়াল...