ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল শিক্ষাঙ্গন ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলছে। দুই ছাত্র সংসদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির।অন্যদিকে প্রত্যাশিত ফল আসেনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষে। ফলে ডাকসু-জাকসু নির্বাচনের আগে রাজনীতির কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনকেন্দ্রিক যে উত্তাপ ছিল তাতে অনেকটাই ভাটা পড়েছে বলে কেউ কেউ মনে করছেন। তবে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নেই তৃণমূলে। বরং সেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের রাজনৈতিক পরিসরে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। গত ৯ ও ১১ সেপ্টেম্বর যথাক্রমে ডাকসু ও জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনকেন্দ্রিক আলাপ-আলোচনা তুঙ্গে ছিল। বিশেষ করে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির...