চাকরিচ্যুত কর্মচারীদের দাখিল করা দরখাস্তের সিদ্ধান্ত প্রাপ্তির জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাকরিচ্যুত অস্থায়ী কর্মচারীদের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্যে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে বিগত দিনে চাকরিচ্যুত কতিপয় অস্থায়ী কর্মচারীরা চাকরিতে পুনর্বহাল দাবি করে অবস্থান নেন। তাদের বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য হলো, বিগত সময়ে বিমানের ট্রাফিক বিভাগ, নিরাপত্তা বিভাগ ও কার্গো বিভাগসহ বিভিন্ন অপারেশনাল ইউনিটে কর্মে নিয়োজিত কিছু অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, মালামাল চুরি, বিনা অজুহাতে দীর্ঘদিন অনুপস্থিতি, ফৌজদারি মামলায় শাস্তি প্রাপ্তি, চোরাচালানের সাথে সংযুক্ততা- ইত্যাদি অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংস্থার সুনাম রক্ষার স্বার্থে বিধি অনুসারে অভিযুক্ত কর্মচারীকে অস্থায়ী চাকরি থেকে ডিসকন্টিনিউ করা হয়েছিল। ‘আজ যে সকল কর্মচারী চাকরিতে...