বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম (এটিইউ) ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম সঙ্গে মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, কলম্বো, শ্রীলঙ্কা। আরও উপস্থিত ছিলেন সুসান ফিনবি, এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, রবার্ট জে ক্যামেরন, এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা এবং মার্কিন দূতাবাস, ঢাকার পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া এটিইউ’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘঠিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এন্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম...