২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম খুলনায় চুরি সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছেন শাহজাহান (৬০) ও তার ছেলে ইউনুস (৩৬)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হরিণটানা থানাধীন আন্দির ঘাট ব্রিজের ওইপাড়ে বাচ্চু সাহেবের গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ওই এলাকার মরিয়ম (৩০) নামে এক গৃহবধূর বাসা থেকে কিছু মালামাল চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম রোববার বিকেলে চাল খাওয়ানোর কথা বলে শাহজাহান ও তার ছেলে ইউনুসকে বাসায় ডেকে নেন। এ সময় চুরির অভিযোগে স্থানীয় বখাটে বশির (৩২), শাকিল (৩৩), কবির (৪০)সহ ৫-৭জন যুবক তাদেরকে মধ্যযুগীয় কায়দায় লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাদের স্বজনরা আহত অবস্থায় উদ্ধার...