ড্যান্সার-অভিনেতা রাঘব জুয়াল সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে ইমরান হাশমির সঙ্গে তার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে রাঘবকে ইমরানের এক আবেগী ভক্ত হিসেবে দেখা যায়, যিনি তার প্রিয় নায়কের সামনে হঠাৎ ভেঙে পড়েন এবং গেয়ে ওঠেন ‘মার্ডার’ ছবির জনপ্রিয় গান ‘কহো না কহো’। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাঘব জানান, শুটিংয়ের সময় তিনি সত্যিই কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন,“ইমরান স্যার সামনে আসতেই আমি কেঁদে ফেলি। ওই দৃশ্যে সত্যিকারের অশ্রু ঝরেছে আমার আর গানটাও মন থেকে গেয়েছি। আমি ভেবেছিলাম, যদি আরবিক ভার্সনটা গাই, তাহলে আরও মজার লাগবে।” তিনি আরও বলেন, এই দৃশ্যটি যদি জোর করে কৌতুক করার মতো করে করতেন, তবে হয়তো আরোপিত লাগত। কিন্তু তিনি মন থেকে অভিনয় করেছেন...