অস্ট্রেলিয়ার তিন শহরে আগামী বছর মার্চে বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো মূল পর্বে খেলবে বাংলাদেশ। এ ছাড়া এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই আসরেও প্রথমবার খেলবে বাংলাদেশের মেয়েরা। গুরুত্বপূর্ণ এই দুই আসরকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে থেকে এশিয়ার শীর্ষ দুই আসরের মাঠের প্রস্তুতি শুরু হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও উন্নত প্রস্তুতির সুযোগ করে দিতে ঢাকার বাইরে ক্যাম্প করার পরিকল্পনা করছে। সবকিছু ঠিক থাকলে ঋতুপর্ণা চাকমাদের ক্যাম্প হবে বন্দর নগরী চট্টগ্রামে। বাংলাদেশ নারী ফুটবল দল ও যুব দলের বেশ কয়েকজন ফুটবলার এখন ভুটানে লিগ খেলছেন। বাকি যারা আছেন, এতদিন স্থানীয় কোচের অধীনে ছিলেন। তবে ছুটি কাটিয়ে ফেরা বাটলার গত রবিবার থেকে শুরু করেছেন প্রস্তুতি। বাফুফেসংলগ্ন...