পিরোজপুর ও মোংলা সোমবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল, অস্ত্র, গোলাবারুদ এবং চোরাই কাজে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিন সকালে কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার খেতাছিড়া এলাকায় একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি চালানো হয়। অভিযানে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে, একইদিন সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার একটি দল মোংলার সাইলো ঘাটসংলগ্ন কাঠাখাল এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে একটি ইঞ্জিনচালিত ফাইবার বোট তল্লাশি করে চোরাইকৃত প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের...