নারায়ণগঞ্জের বহুল আলোচিত ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের এ যোগদান নারায়ণগঞ্জ বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহিলা দল নেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অনেকে।যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। তিনি...