বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজাতখানার সামনে থেকে ডাকাতিসহ জোড়া খুন মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে গেছেন। সোমবার বিকালে এ ঘটনায় ওই আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও আদালতপাড়ায় তোলপাড় শুরু হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। যাদের অবহেলায় আসামি পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, মামলা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পলাতক আসামি রফিকুল ইসলাম বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতারকে (৩০) হাত-পা, মুখ বেঁধে এবং শ্বাসরোধ হত্যা মামলার আসামি।...