খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পাঁচজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্রদল সমর্থকও রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে চলা তদন্ত এবং একাধিক বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সকাল থেকে সব শিক্ষার্থীকে চিঠি দেওয়ার কাজ শুরু হয়েছে। মোট ৩৭ শিক্ষার্থীকে চিঠি দেওয়া হবে। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। একজন শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং পাঁচজন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক এবিএম একরামুল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করাকে কেন্দ্র করে বহিরাগত, ছাত্রদল সমর্থক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত...