বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে চীনা দূতাবাসে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকরা। সোমবারের (২২ সেপ্টেম্বর) এই সভায় ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন। আরও পড়ুনআরও পড়ুনবিশ্বের ২ শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ শিক্ষক-গবেষক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন ডাকসু নেতারা। এ সময় তারা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন। আলোচনায় উল্লেখ করা হয়, প্রস্তাবিত ৫ হাজার ছাত্রী ধারণক্ষমতাসম্পন্ন চায়না-বাংলাদেশ মৈত্রী হল এর...