তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আশা প্রকাশ করেছেন যে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দ্বি-রাষ্ট্রীয় সমাধান দ্রুত বাস্তবায়িত হবে। এরদোগান বলেন, এবারের জাতিসংঘ সাধারণ সভা আগের বছরের তুলনায় ভিন্ন, কারণ এবার অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জাতিসংঘ সাধারণ সভার জন্য নিউ ইয়র্ক যাওয়ার আগে ইস্তান্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘভুক্ত ১৯৩ দেশের মধ্যে ১৫০টি দেশ। আরও ৬টি দেশ অতি দ্রুত স্বীকৃতি দেবে। দেশগুলো হলো— বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিচেনস্টাইন। বাকী ৩৭টি দেশের মধ্যেও অনেক দেশ নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে। তবে কিছু দেশ মার্কিন চাপসহ নানা কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরিত্রিয়া, এস্তোনিয়া,...