রবিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচে পাকিস্তান হেরেছে ৬ উইকেটে। তবে সেই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতির ছাপ ছিল, শাহিবজাদা ফারহান খেলেছিলেন গুরুত্বপূর্ণ ৫৮ রানের ইনিংস। সেই হাফসেঞ্চুরির পর অনন্য ফারহানের উদযাপনও নজর কাড়ে। অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করার পর ব্যাট দিয়ে 'গুলির মতো রান বেরোনো'র ভঙ্গি করেন তিনি। অনেকে এটাকে বন্দুক দিয়ে গুলি করার কথা বলে সমালোচনা করেছেন। তবে ফারহান বলেছেন, “আমি সাধারণত হাফসেঞ্চুরি উদযাপন করি না, তবে এবার মাথায় নতুন একটা ভাবনা এসেছিল, তাই আলাদা করে প্রকাশ করেছি। এর অন্য কোনো মানে নেই।” ফারহান আরও যোগ করেন, তার উদযাপন মানুষ কীভাবে নেবে তা মোটেও কেয়ার করেন না তিনি। জোর দিয়ে বলেন, প্রতিটি দলের বিপক্ষেই আক্রমণাত্মক ক্রিকেট খেলাই তার মূল লক্ষ্য। ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু...