চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরামিট পিএলসির দুই এজিএম মো. আব্দুল আজিজ এবং উৎপল পাল। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আলাউদ্দিনের আদালতে এই দুজন জবানবন্দি দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মো. মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আরামিট পিএলসির দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বলেছেন, বিদেশে অর্থসম্পদ পাচারের বিষয়টি তারা জানতেন। “এছাড়া দুদকের অভিযানে রোববার ভোরে কর্ণফুলী এলাকা থেকে যেসব নথিপত্র উদ্ধার হয়েছে, সে বিষয়েও তারা জানতেন বলে স্বীকার করেছেন।” অন্যদিকে রোববার চট্টগ্রামের একটি আদালত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আদেশ দেয়। দুদকের করা যে মামলায় জাবেদ ও রুকমীলা আসামি, সেই মামলায় এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় গত বুধবার। দুদকের কৌঁসুলি মো. মোকাররম হোসেন বলেন, “রেড...