চুক্তি-ভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের ১৩ মাসের মাথায় মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এরআগে গত বছর ২৮ আগস্ট তাকে চুক্তিতে দুই বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। চুক্তিভিত্তিক নিয়োজিত সচিবকে অন্যত্র বদলি করা গুরুতর অনিয়ম। বর্তমান সরকার এ ধরনের অনিয়ম আগেও দুবার করেছে। চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে এবং ড. নেওয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশন থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। অথচ এ ধরনের বদলি এর আগে কোনো সরকার করেনিসাবেক সচিব ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের...