২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম পিছিয়ে থাকা আফ্রিকায় চরমপন্থার মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপর একটি সংগঠন জামাত নাসর আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠনটি মূলত মালিতে সক্রিয়। তবে সমগ্র পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে, বিশেষ করে বুরকিনা ফাসো এবং নাইজারেও সশস্ত্র কার্যক্রম রয়েছে সালাফি চরমপন্থী গোষ্ঠীটির। ২০১৭ সালে এটি একাধিক চরমপন্থী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয় এবং এর প্রধান লক্ষ্য হলো পশ্চিমা প্রভাব দূর করে এই অঞ্চলে একটি সালাফি-ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জেএনআইএম খুব অল্প সময়ের মধ্যে আফ্রিকার সবচেয়ে মারাত্মক চরমপন্থী গোষ্ঠীগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। বুরকিনা ফাসো, মালি এবং নাইজারের সাহেল অঞ্চল জুড়ে সহিংসতা বৃদ্ধির কারণে এই অঞ্চলে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংগঠনটি এই অঞ্চলের বেশিরভাগ হামলার দায় স্বীকার করে থাকে। জঙ্গিগোষ্ঠীর কর্মকাণ্ডে...