চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ১টি শুটার গান, ৩০ রাউন্ড অ্যামোনেশন ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজার এলাকার একটি পাহাড় থেকে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সন্ত্রাসীরা হলেন- লুসাই মারমা (৩০), চাইসাও (৪০), চাচিংপু (৩৮), মংচালু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), ও লুকুম (৩৬)। এরা বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার বাসিন্দা।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই অস্ত্রধারীরা চন্দনাইশসহ আশপাশের এলাকায় অপহরণ ও চাঁদাবাজি করে আসছে। সোমবার সকালে ওই এলাকায় তারা আসলে স্থানীয়রা তাদের ঘিরে চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়। পরে সেনাবাহিনীর একটি টহলদল অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন,...