দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো বেসরকারি খাত। ব্যবসাবান্ধব পরিবেশ ছাড়া শিল্প ও কর্মসংস্থান চাঙ্গা করা অসম্ভব।আর সঠিক সুদের হার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে, যা অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। এজন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতায় ভারসাম্যপূর্ণ ব্যাংক সুদহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিনিয়োগ, খরচ এবং উৎপাদনশীলতা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে। যদি সুদের হার খুব বেশি হয়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে যেতে পারে এবং মন্দার ঝুঁকি বাড়বে। এ অবস্থায় ভারসাম্যপূর্ণ ব্যাংক সুদহার নির্ধারণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ব্যাংকিং খাতের সুশাসন, ভারসাম্যপূর্ণ সুদহার, বিনিয়োগ, কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্যবসায়ী- উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদরা। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিনিয়োগে ভারসাম্যপূর্ণ...