পাবনা বেড়া পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেড়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা কোলঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া হুরা সাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। বৃশালিখা ঘাট নিয়ন্ত্রণ নিয়ে আজ দুপুরে মাইকিং করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংর্ঘষ চলে।দুপক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা...