ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম এবং অসঙ্গতির বিষয়ে ১১টি অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ব্যালট পেপার কোথা থেকে আনা হয়েছে সেটা স্পষ্ট না করা, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা, ব্যালট বাক্স অস্বচ্ছ থাকা এবং নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা। ছাত্রদল অভিযোগ করেছে, নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশমুখে নিরাপত্তার দায়িত্বরত বিএনসিসি, রোভার স্কাউট...