গাজীপুর টঙ্গী সাহারা মার্কেট সেমিপাকা একটি টিনসেট কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীসহ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। দগ্ধদের মধ্যে জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, মো. শামীমের ১শ শতাংশ, মো. নুরুল হুদা ১শ শতাংশ ও মো. জয় হাসানের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের চার সদস্যসহ একই ঘটনায় অপর এক দোকান কর্মচারীও দগ্ধ হয়। কেমিক্যাল গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা তাপ নিয়ন্ত্রণের প্রটেক্টর পোশাক পরেই নির্বাপনের কাজ করছিল কিন্তু বিস্ফোরণের কারণে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ফায়ার কর্মীদের প্রটেক্টর পোশাক পুরে গিয়ে তারা দগ্ধ হয়। এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক বলছে, বিষয়টি আসলে কিভাবে হয়েছে ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল থেকে জানা যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় অপর এক দোকান কর্মচারী আলা-আমিন...