প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক সেবার কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সেমিনারে উপস্থিত ছিলেন— জেলা কমিউনিটি ক্লিনিকের উপসচিব মো. নাসির উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, আইটি বিশেষজ্ঞ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক একটি বৈপ্লবিক উদ্যোগ। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সাধারণ চিকিৎসা প্রদান, টিকাদান কার্যক্রম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এর অবদান উল্লেখযোগ্য। তবে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, সীমিত আইটি সেবা এবং পর্যাপ্ত অবকাঠামোগত সহায়তার অভাব বড়...