টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মো. শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা আব্দুল খালেক এবং মো. মিলন (২৬), পিতা রফিকুল ইসলাম। দু’জনই রাথুরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় দায়েরকৃত মামলা এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় দায়েরকৃত একটি মাদক মামলা। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মাদক সমাজ ধ্বংসের হাতিয়ার।...