খুলনা নগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।সোমবার (২২ সেপ্টেম্বর) খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে মামলা করা হয়।মামলা দুটির একটিতে বাদী হয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনার উপবিভাগীয় প্রকৌশলী মাকসুদুল হক। এ মামলায় বাস্তুহারা কলোনির ৩২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অপর মামলায় বাদী হয়েছেন খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) কোটাল আজাদ। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।সোমবার সরেজমিনে বাস্তুহারা কলোনিতে গিয়ে দেখা গেছে, উচ্ছেদ অভিযানের ভয়ে সকাল থেকেই এলাকার সকল দোকানপাট বন্ধ করে রেখেছে স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, প্রশাসন কোনোভাবেই আমাদের অবৈধভাবে উচ্ছেদ করতে...