২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী। সে অভিযানে নিক্ষিপ্ত ৮টি বোমায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩০ জন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এই হামলা চালানো হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকার মাতরে দারা এই হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই হামলার অভিযোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখা বলছে, ‘খাইবার প্রদেশের তিরাপ উপত্যকায় হামলায় স্থানীয় বাসিন্দাদের ওপর বেশ কিছু বোমা পড়েছে। স্থানীয় নাগরিকদের পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে শিশু ও নারী রয়েছে। এই দুঃখ ও কষ্ট প্রকাশ করার...