সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, “ঢাকার রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। সেখানে সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে শত শত নেতাকর্মী মিছিল করেছে। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’—এসব স্লোগান দিয়েছে। শুধু স্লোগানেই শেষ নয়—নাচ, ঢাকঢোল ও উল্লাসও করেছে অনেক সময় ধরে।গোলাম মাওলা রনি বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ছাত্রলীগ দাঁড়াতেও পারেনি। ১৫ আগস্ট আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হয়েছিল।অথচ সেই ছাত্রলীগই হঠাৎ করে এত সংগঠিত হয়ে, এত সাহস নিয়ে এনসিপির অফিসের সামনে গিয়ে মিছিল করে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে—এমনটা কি স্বাভাবিক? কিন্তু প্রশ্ন একটাই—এই মিছিল কার ইশারায়, কার অনুমতিতে আর কার উদ্দেশ্যে?’তিনি বলেন, ‘রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিসটি দুটি ফ্লোর জুড়ে বিস্তৃত এবং...