ভারতের আসামের সংগীত মহাতারকা জুবিন গার্গের শেষকৃত্য উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কামরূপ জেলায় সরকারি অফিসগুলোও ওইদিন বন্ধ থাকবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, জুবিন গার্গের শেষযাত্রা হবে সাদামাটা ও মর্যাদাপূর্ণ। তাঁর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে সীমিত কয়েকটি যানবাহন থাকবে। একটি ছোট বাসে শিল্পীর স্ত্রী, নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধব যাত্রা করবেন। অন্য কোনো গাড়ি শোভাযাত্রায় যুক্ত থাকবে না। শ্মশানঘাটে পৌঁছালে আসাম পুলিশের একটি বিশেষ দল মরদেহ বহন করবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হবে। এরপর পরিবারের ইচ্ছানুযায়ী পুরোহিত শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। শেষ বিদায়ের দিন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়াও কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি...