২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন তরীকত ও তাসাউফের ধারক বাহকদের হাতে প্রতিষ্ঠিত। দুনিয়াবী ইল্মের জন্য যেমনি শিক্ষকের প্রয়োজন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তেমনি কুরআন হাদীস ইজমা কিয়াসের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষকের প্রয়োজন। মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল মুনসুর এর সভাপতিত্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া দরবারের উদ্যোগে আয়োজিত তরীকত কনফারেন্সে যোগদান করে তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকাল একদল আলেম পীর-মুরিদী সম্পর্কে সাধারণ মানুষকে অনুৎসাহিত করছে। তাঁদের ভাষ্য অনুযায়ী তরীকত তাসাউফ কিংবা আধ্যাত্মিক শিক্ষকের প্রয়োজন নেই কেবল কুরআন হাদিস অনুসর করলেই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। আসলেই কি তাই? কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা কি সকল মানুষের পক্ষ্যে...