২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর দুই বছরের বেশি সময় পর অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে এই কিপার-ব্যাটারকে নিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এশিয়া সফরে তিন ফরম্যাটের জন্য সোমবার পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ডি কককে। ইনজুরির কারণে টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা। তার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম। ২০২৩ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন ডি কক। ওই সময়ে তার বয়স ছিল কেবল ৩০ বছর। এর বছর দেড়েক আগে ৫৪ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিতে তিন হাজার ৩৩০ রান করে এই সংস্করণ থেকে...