লাগাতার শাটডাউন কর্মসূচির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচন। ২৫ সেপ্টেম্বর ভোটের কথা থাকলেও প্রার্থীদের প্রচারণায় ভাটা পড়েছে। সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রচারণায় নামতে দেখা যায়নি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে পূজার ছুটি। শাটডাউন কর্মসূচি ও ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। ফলে পূজার পর নির্বাচন করার দাবি তুলেছে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল। তবে ছাত্র শিবির যথাসময়ে নির্বাচনের দাবি জানিয়েছে। স্বতন্ত্র ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদের’ ভিপি প্রার্থী তাসিন খান বলেন, “এখন নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে নির্বাচন হলে সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কারণ অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে গেছে। তাই নির্বাচনের পরিবেশ তৈরি হোক এবং তারপর রাকসু নির্বাচন হোক।” ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূরউদ্দিন আবির বলেন, “৪৮ ঘণ্টা আগে ক্যাম্পাসে যে...